Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাহাড়ী লেক
স্থান

এটি ৩০৭নং চাম্বি মৌজার আকবরের ঝিরি এলাকায় অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

আজিজনগর বাস ষ্টেশন হইতে গজালিয়া সড়ক ধরে জীপ যোগে যাওয়া যায়। এটি আজিজনগর ইউ,পি, হইতে মাত্র ১.৫০ কি:মি: দূরে অবস্থিত।

বিস্তারিত

পাহাড়ের পাদদেশে গড়ে উটা এই এই পাহাড়ী লেকটি চেয়ারম্যানের গোদা নামে এলাকার মানুষ অবহিত করে থাকেন। এটি ইউনিয়নের আকবরের ঝিরি নামক স্থানে অবস্থিত। আজিজনগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: নাজেমুল ইসলামের জায়গার উপর স্থিত অপরূপা এই বিশাল লেকের চারপাশে রয়েছে পাহাড়, রয়েছে বিশাল বড় প্রকৃতির মাছ, বিশেষ করে পাঙ্সাস. মাগুর ও কাতাল মাছের কথা বলা যেতে পারে। রয়েছে কৃষকের উন্নয়নে পানি সমস্যা নিরসনে বিশাল সুইস গেট, রয়েছে স্পীট বুট যার মাধ্যমে উক্ত লেকটি চারদিকে ঘুরে দেখার মজা উপভোগ অতুলনীয়। শীত কালে এখানে অতিথি পাখির বিশাল সমাহার যা দেখে সত্যিই পর্যটকের মনে ভরে যায়। প্রতিদিনই বহু পর্যটকে সমাহার এতে লক্ষ্য করা যায়।