Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জীবিত নয় বরং লাশই পাওয়া গেল সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের...
Details

 

বিগত ১০/১২ দিন আগে গুম হয়ে যাওয়া বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ডের সাবেক(বর্তমান ফাইতং ১নং ওয়ার্ড) সদস্য জনাব আব্দুল মালেককে অনেক খুঁজাখুজির পরও জীবিত দেহ মেলে নি। অবশেষে মৃতই পাওয়া গেল তাকে। বিগত ১০/১২ দিন আগে রাত আনুমানিক ১২.০০ টার সময় বাড়িতে কিছু না বলে তার চাষার সাথে বের হন তিনি। কিন্তু এর মধ্যে গুম হয়ে যান তিনি। অনেক খোঁজাখুজির পর গতকাল সন্ধ্যার দিকে তার মৃত দেহ পাওয়া যায় আজিজনগর ইউনিয়নের হাতিরটিলা সংলগ্ন এক বাগানে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন গত রাত আনুমানিক ১.০০ টার সময় লাশটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায় তাকে পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হইয়াছে। এদিকে তার চাষা অলি(২৬) তিনি ঘুম হওয়ার পর থেকে খুলনায় পালিয়ে যায়। স্থানীয়রা মনে করছেন ঐ ব্যক্তিই তাকে খুন করে পালিয়ে গেছে। বর্তমানে তার চাষা অলিকে পুলিশ খুলনা থেকে গ্রেপ্তার করেছে।

Images
Attachments