যেভাবে নামায়িত হয়েছে
কালের স্বাক্ষী বহনকারী বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীণ একমাত্র শিল্পনগরী আজিজনগর ইউনিয়ন ১৯৮৪ সালে উপজেলার ১নং গজালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ভাগ হয়ে “৪নং আজিজনগর ইউনিয়ন” রূপে আত্মপ্রকাশ করে। অত্র ইউনিয়নে স্থিত পাকিস্থানী শাসনামলে প্রতিষ্ঠিত মেসার্স আজিজ উদ্দিন ইন্ড্রাষ্ট্রিটস লিমিটেড এর পরিচালক জনাব আজিজউদ্দিনের নামানুসারে আজিজনগর নামকরণ হয়। কাল পরিক্রমায় আজ আজিজনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল।
সীমানা/ভৌগলিক অবস্থান
অত্র ইউনিয়নের উত্তরে- চট্টগ্রাম জেলার লোহাগাড়া ইউনিয়নের চুনতি ইউনিয়ন,
দক্ষিণে- ফাইতং ইউনিয়ন ও কক্সবাজার জেলার হারবাং ইউপি
পূর্বে- গজালিয়া ও ফাইতং ইউপি
পশ্চিমে- আরাকান সড়ক ও হারবাং ইউপির সীমানা।
এক নজরে ইউনিয়নের বিভিন্ন তথ্যঃ |
||||
আয়তন /ক্ষেত্রফল |
পরিবারের সংখ্যা |
মোট লোক সংখ্যা |
ভোটার সংখ্যা |
শিক্ষার হার |
২১ বর্গ মাইল(প্র্রায়) ১৪৪.৭০ বর্গ কি:মি |
২৯০০টি(প্রায়) |
১৬২০০ জন (প্রায়) |
৬৭০০ জন |
৬১% |
গ্রামের সংখ্যা |
মৌজার সংখ্যা |
কলেজের সংখ্যা |
হাইস্কুলের সংখ্যা |
মাদ্রাসার সংখ্যা |
গ্রাম ০৮টি পাড়া- ৬০টি |
০১টি |
০২টি(অনুমোদিত) |
০৫টি (বেসরকারী) এমপিও-০১টি বেসরকারী- ৪টি |
০৬টি দাখিল-০১টি এবতেদায়ী-০৫টি |
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা |
জনসংখ্যার ঘনত্ব |
হাট-বাজার |
মসজিদের সংখ্যা |
হিন্দু মন্দিরের সংখ্যা |
০৭টি |
৪৮ জন (প্রতি বর্গ কি:মি:) |
০৩টি অনুমোদিত -০১টি |
২৩টি |
০১টি |
বৌদ্ধ মন্দিরের সংখ্যা |
গীর্জার সংখ্যা |
মোট আবাদি জমির পরিমাণ |
অর্থকরী ফসল |
দর্শনীয় স্থানের নাম |
০১টি |
৩টি |
১৩০০ একর(প্রায়) |
আদা, হলুদ, আনারস, কাজুবাদাম, কমলা, কলা, কাঁঠাল, লেবু, ইক্ষুসহ নানা প্রকার শাকসব্জি |
হর্টিকালচার সেন্টার, আকবরের ঝিরি (চেয়ারম্যানের গোদা) হিমছড়ির পাহাড়, বাছুরি আশ্রয়ন প্রকল্প |
পাকা রাস্তা |
আধা পাকা রাস্তা |
কাঁচা রাস্তা |
নদ-নদী/খাল |
সিনেমা হল |
০৬ কিঃমিঃ |
১২ কিঃ মিঃ |
২৩ কিঃ মিঃ |
০৪টি তেলুনিয়া খাল, কাট্টলী খাল. চিউনী খাল, চাম্বি খাল |
০২টি বন্ধ ১টি |
বর্তমান পরিষদ সম্পর্কিত তথ্য-
* দায়িত্বরত চেয়ারম্যান – মোঃ জসিম উদ্দিন
* নব গঠিত পরিষদের বিবরণ –
ক) শপথ গ্রহণের তারিখ – ০৭/০৬/২০১৬
খ) প্রথম সভার তারিখ – ২৮/০৭/২০১৬
গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৬/০৬/২০২১
* ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
যোগাযোগ ব্যবস্থা
বান্দরবান পার্বত্য জেলার একমাত্র শিল্প নগরী ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদে জেলা সদর হইতে বাস(পূরুবী বা পূর্বাণী) যোগে কেরাণীহাট হইয়া লোহাগাড়া উপজেলা পার হইয়া আজিজনগর অবস্থিত। উপজেলা সদর হইতে বাস বা জীপ যোগে চকরিয়া উপজেলা পার হইয়া আজিজনগর ইউনিয়ন।
মোবাইল- ০১৮৫৩-০৬৪২৭৫ এবং ০১৯২৫-৬১৯১৩০
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS