এটি ৩০৭নং চাম্বি মৌজার আকবরের ঝিরি এলাকায় অবস্থিত।
আজিজনগর বাস ষ্টেশন হইতে গজালিয়া সড়ক ধরে জীপ যোগে যাওয়া যায়। এটি আজিজনগর ইউ,পি, হইতে মাত্র ১.৫০ কি:মি: দূরে অবস্থিত।
পাহাড়ের পাদদেশে গড়ে উটা এই হৃদকে চেয়ারম্যানের গোদা নামে এলাকার মানুষ অবহিত করে থাকেন। অপরূপা এই বিশাল লেকের চারপাশে রয়েছে পাহাড়,উক্ত লেকে রয়েছে বিশাল বড় প্রকৃতির মাছ, বিশেষ করে পাঙ্সাস. মাগুর ও কাতাল মাছের কথা বলা যেতে পারে। রয়েছে কৃষকের উন্নয়নে পানি সমস্যা নিরসনে বিশাল সুইস গেট। শীত কালে এখানে অতিথি পাখির বিশাল সমাহার যা দেখে সত্যিই পর্যটকের মনে ভরে যায়। প্রতিদিন প্রায় অনেক পর্যটক যায় এটি দেখতে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS