Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাছুরী পাড়া আশ্রয়ণ কেন্দ্র/গুচ্ছ গ্রাম
Location
আজিজনগর ইউনিয়নের অন্যন্য গ্রাম বাছুরী পাড়ায় এটি অবস্থিত। যা ইউপি কার্যালয়ে পূর্বে অবস্থিত।
Transportation
আজিজনগর গজালিয়া সড়ক হইতে জীপ বা মোটরসাইকেল যোগ যাওয়া যায়। এই অত্র ইউপি কার্যালয় হইতে প্রায় ৬ কি: মি: ভিতরে।
Details

বাছুরী পাড়া আশ্রয়ন প্রকল্প সরকারের একটি অন্যন্য উদ্যোগ। অত্র্ আশ্রয়ণ কেন্দ্র রয়েছে ৫০ টি পরিবার। উক্ত কেন্দ্র পাহাড়ের পাদদেশে অবস্থিত। চারদিকে রয়েছে সবুজের সমারোহ। ঐ গুচ্ছ গ্রামের চারপাশে রয়েছে বিভিন্ন পাহাড়ী ঝর্ণা,যা সত্যিই দর্শককে উৎপুল্ল করে তোলে। এর গঠন এতই সুন্দর যেন স্বগীয় সুখ বিরাজ করছে। সবচেয়ে বড় হলো উক্ত কেন্দ্রে যাওয়ার পথে আঁকা বাকা পাহাড়ী রা্স্তা ও পাহাড়ে সৃজিত বাগান পর্যটকের মন ভরিয়ে দেয়।